বিসমিল্লাহির রাহমানির রাহিম
মাননীয় অভিভাবক, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ।
ওছখালী এসটি বালিকা উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়-এটি এ অঞ্চলের নারী শিক্ষার অগ্রযাত্রার একটি প্রেরণার নাম। আমাদের এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও আধুনিক চেতনায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, একটি শিক্ষিত ও সুশিক্ষিত মেয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই বিশ্বাস থেকেই আমাদের পথচলা।
এই বিদ্যালয়ের পথচলার পেছনে যাঁর অদম্য ইচ্ছাশক্তি, আত্মত্যাগ ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি কাজ করেছে তিনি হলেন আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা মুন্সি সফিয়ল আলম। তিনি শিক্ষার আলো সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন থেকেই তিনি তাঁর নিজস্ব জমিতে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা আজ এ অঞ্চলের নারী শিক্ষার অন্যতম প্রধান আশ্রয়স্থল। তাঁর এই মহান দান ও উদ্যোগের জন্য আমরা তাঁকে চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।
বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত, যাঁদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় ৯ জন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক, ১ জন ল্যাব অপারেটর এবং ৪ জন কর্মচারী নিরলস পরিশ্রম করে চলেছেন। আমাদের লক্ষ্য কেবল পরীক্ষার ফলাফলের মাধ্যমে নয়-ছাত্রীদের চিন্তা-ভাবনা, নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান থেকে গড়ে ওঠা প্রতিটি শিক্ষার্থী একদিন আলোকবর্তিকা হয়ে সমাজ ও দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
তাদের এই যাত্রায় আমরা শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণির মানুষ একযোগে পাশে থাকবো এটাই আমাদের অঙ্গীকার।
জিন্নাত আরা বেগম
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
ওছখালী এসটি বালিকা বিদ্যালয়