সভাপতিরবাণী
বিগত সরকারের আমলে আইটি সেক্টরের উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে।
তার অংশ হিসাবে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাইস্কুল ২০২০ সালে একটি আইসিটি ডিজিটাল ল্যাব প্রাপ্ত হয়।
প্রাপ্ত ল্যাপটপ গুলো নিম্নমানের ।নতুন স্কুলভবনে ল্যাব স্থাপন করা হয়েছে।
ইতিমধ্যে এনটি আরসিএ থেকে আমরা একজন আইসিটি শিক্ষক পেয়েছি।
উপকুলীয় এলাকা হিসাবে আমরা ছাত্র-ছাত্রীদের আইসিটির উপর দক্ষতা অর্জনের জন্য সর্বাত্মকভাবে নির্দেশ দিয়েছি।
আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে। পাঠাভ্যাস উন্নয়ন করার জন্য লাইব্রেরিটাকে সচল রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছি ।লাইব্রেরিতে প্রায় ২০০০ বই আছে। শিক্ষক-শিক্ষার্থীদের সকলকে লাইব্রেরি থেকে বই নেয়ার নির্দেশনা দেয়া আছে। স্কুলের সকল ক্লাস নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এত করে মানসম্পন্ন শিক্ষাদান সহজ হবে বলে আশা করা যাচ্ছে। স্কুলের বিশল একটা খেলার মাঠ আছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে এই মাঠের সদ্য বহার করার নির্দেশ দেয়া আছে। আশা করা যায় ছাত্রসংখ্যার উপস্থিতির হারও পাঠদানের মানবৃদ্ধির জন্য গৃহীত পরিকল্পনার সুফল বয়ে আনবে। স্কুলের ১ টাকার তহবিল বিধিমাফিক পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। স্কুল এলাকায় বেশিরভাগ পরিবার অসচ্ছল এবং শিক্ষায় অসচেতন। তাই প্রতিবছর ২/৩ টি অভিভাবক সমাবেশ করার পরিকল্টনা নেয়া হয়েছে। স্কুলে ৮০০ ছাত্র-ছাত্রী এবং ১২ জন শিক্ষক শিক্ষকিা আছেন। শিক্ষার্থদের মধ্যে ৬০% ছাত্রী। এসব এলাকায় বল্যবিবাহের প্রবনতা বেশি। বিশেষ করেন বম দশমশ্রেণির অভিভাবক সমাবেশে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
এনটি আরসি এতে ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, শরীরচর্চা, চারুওকারু, আইসিটি, গ্রন্থাগারিগ বিষয়ের মোট ৭টি পদের জন্য শিক্ষক চাহিদা দেয়া হয়। তম্মধ্যে জীববিজ্ঞানও আইসিটি শিক্ষক যোগদান করে। আমাদের প্রত্যাশা এনটি আরসি এ বাকি শিক্ষকদেরও ব্যবস্থা করবেন। হাতিয়ায় ৩৪টি মাধ্যমিক স্কুলের মধ্যে হাতিয়া জনকল্যাণশিক্ষা ট্রাস্ট হাইস্কুল অন্যতম। এইস্কুলে ২০২৩ সাল থেকে ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। সুস্ঠুওসুন্দর পরীক্ষা পরিচালনার জন্যসংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গামিতে পরীক্ষা পরিচালার মানব জায় থাকবে বলে প্রত্যাশা করছি।
বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম ডিজিটালাইজড করার লক্ষ্যে নতুন ওয়েবসাইট যুগান্তকারী ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।
মোহাম্মদ মহিউদ্দিন
বিকম অনার্স, এমকম(একাউন্ট) এফসি এস এ,
ঢাকাবিশ্ববিদ্যালয়১৯৭৯
সভাপতি
হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাইস্কুল