বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ওসখালী এস.টি. বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এলাকার মেয়েদের জন্য একটি নিরাপদ, মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করা। আমরা বিশ্বাস করি, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি সুশিক্ষিত নারী সমাজই পারে একটি উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে।
বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নৈতিকতা, জ্ঞান এবং সামাজিক দায়বোধে বলীয়ান হয়ে গড়ে ওঠে— এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা একটি প্রযুক্তি-নির্ভর, মূল্যবোধভিত্তিক এবং উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছি।
এই ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য, কার্যক্রম ও সাফল্যসমূহ তুলে ধরা হয়েছে। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম হিসেবেই আমরা এটি ব্যবহার করতে চাই।
আমি বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই, যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অগ্রগতি সম্ভব হয়েছে।
আসুন, আমরা সবাই একসাথে একটি সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার পরিবেশ গড়ে তুলি।
আন্তরিক শুভেচ্ছায়,
ফারজানা আকতার
সভাপতি
ওসখালী এস.টি. বালিকা উচ্চ বিদ্যালয়